কাপাসিয়ায় ২৪ ঘন্টায় মূল অভিযুক্তসহ হত্যা মামলার এজাহারনামীয় পাঁচজন গ্রেফতার

কাপাসিয়ায় ২৪ ঘন্টায় মূল অভিযুক্তসহ হত্যা মামলার এজাহারনামীয় পাঁচজন গ্রেফতার
কাপাসিয়া (গাজীপুর)প্রতিনিধি:
গাজীপুরের কাপাসিয়া মামলা রুজুর ২৪ ঘন্টার মধ্যে মূল অভিযুক্তসহ হত্যা মামলার এজাহারনামীয় পলাতক পাঁচজন ও এক কেজি ২০০ গ্রাম গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে কাপাসিয়া থানা পুলিশ। গত ২ জুলাই উপজেলা করিহাতা ইউনিয়নের আলোচিত নাঈম হত্যা মামলায় গ্রেফতারকৃতরা হলো
, (১)সিরাজুল ইসঃ(৬০) পিতা মৃতঃ মিয়ার উদ্দিন (২) সুমন (৩২)পিতা মৃত বকুল উভয়ঃ বেহাইদুয়ার (৩) হাফিজ শেখ (৪০)পিতা মৃত আব্দুল আজ্জি সাং- রামপুর ৪ বাদল,৫,মাসুদ উভয় সাং করিহাতা। অপরদিকে আলোচিত সনমানিয়া ইউনিয়নের জাহিদুল হত্যার অন্যতম আসামি গাফফার(২৭) ও শীর্ষ মাদক কারবারী মোঃ শাকিল (২৪)কে গ্রেপ্তার করা হয়েছে। কড়িহাতা ইউনিয়নের বেহাইদুয়ার গ্রামের মাদকসেবী মো. নাঈমকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা ও ৫ জুলাই সনমানিয়া ইউনিয়নের জাহিদুলকে নিশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়।
এসব ঘটনায় গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেয় থানার অফিসার ইনচার্জ জয়নাল আবেদীন মন্ডল। তিনি জানান, নাঈমের মৃত্যুর পর ঘটনাটি গুরুত্বের সাথে নিয়ে এজাহারনামীয়দের গ্রেফতারের জন্য একাধিক টিম গঠন করা হয়। বিভিন্ন তথ্য-উপাত্ত পর্যালোচনা করে ৩ জুলাই ২০২৫ ইং তথ্যপ্রযুক্তির সহায়তায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে ২৪ ঘন্টার মধ্যে মূল হত্যাকারীসহ এজাহারনামীয় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
জাহিদুল হত্যার মামলায় গাফফারকে গ্রেফতার করা হয়েছে। বাকি অন্য আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। কাপাসিয়ায় সকল অপরাধ জগতের আতঙ্কের নাম ওসি জয়নাল আবেদীন মন্ডল।